ঢাকা: তিন অঙ্কে পৌঁছাতে দরকার ছিল ১ রান। লিটন দাস সেটা করলেন আবরার আহমেদকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি ছাড়া করে।
লিটনের ৪৪ টেস্ট ক্যারিয়ারে এটি চতুর্থ সেঞ্চুরি। এবারের আগে টেস্টে সর্বশেষ তিন অঙ্কের ইনিংস খেলেছিলেন ২০২২ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে।
লিটনের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের রান ৮ উইকেটে ২১৭। ২৭ বলে ২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ। পাকিস্তানের প্রথম ইনিংসের রানে পৌঁছাতে বাংলাদেশের দরকার আরও ৫৭ রান।
মেহেদী হাসান মিরাজ আউট হওয়ার পর থেকে কিছুটা ধীরগতিতে খেলছিলেন লিটন দাস। ডানহাতি এই ব্যাটার নিজেও জানতেন তিনিই শেষ স্বীকৃত ব্যাটার। তাসকিন আহমেদ ভরসার পাত্র হলেও আজ ছিলেন ব্যর্থ। লিটন খুব একটা ঝুঁকি নেননি। রয়েসয়ে খেলেছেন, ক্র্যাম্পেও ভুগেছেন।
কিন্তু সেখান থেকে উঠে ঠিকই গিয়েছেন ৯৯ পর্যন্ত। এরপর আবার খানিক স্থবিরতা। শেষ পর্যন্ত চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন।
এআর
আপনার মতামত লিখুন :