চতুর্থ দিনের অকাল সমাপ্তি, শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৫:৫০ পিএম
চতুর্থ দিনের অকাল সমাপ্তি, শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

ঢাকা: আলোকসল্পতায় চতুর্থ দিনের অকাল সমাপ্তিই ঘটল। শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় তাই রাওয়ালপিন্ডি টেস্ট। আলোকস্বলতায় চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে গিয়েছিল। পরে শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টিতে ভেসে গেল দিনের শেষ শেসনটা।

আবহাওয়া ঠিক থাকলে আগামীকাল বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টায় শুরু হবে শেষ দিনের খেলা। অবশ্য বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে আবহাওয়ার পূর্বাভাসে।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশকে শেষ দিনে করতে হবে ১৪৩ রান। নাজমুলের দলের হাতে আছে ১০ উইকেট। দুই ওপেনার জাকির হাসান (৩১*) ও সাদমান ইসলাম (৯*) দলকে ৪২ রান এনে দিয়েছেন।

এর আগে পেসারদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। হাসান মাহমুদ ৪৩ রানে ৫ উইকেট নিয়েছে করেছেন ক্যারিয়ারসেরা বোলিং। 

নাহিদ রানা ৪৪ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি তাসকিন আহমেদ। টেস্টে এই প্রথম বাংলাদেশের পেসাররা ইনিংসে ১০ উইকেট নিলেন।

এআর

Link copied!