ঢাকা: বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড পিসিবি। অথচ পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে সবচেয়ে কম বেতন পায় তাদের নারী ক্রিকেটাররা।
যেখানে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের নারী ও পুরুষ দলকে সমান বেতন দেয়া হয়। অন্য দলগুলোও এগোচ্ছে সে পথে।
এদিকে সমান বেতন তো দূরে থাকা, তাদের বেতন উল্টো ৪ মাস বকেয়া রেখেছে পিসিবি। গত বছরের আগস্টে নারী ক্রিকেটারদের সঙ্গে ২৩ মাসের চুক্তি করেছিল পিসিবি।
কেন্দ্রীয় এ চুক্তি শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন। অবশ্য ১২ মাস পার হওয়ার পর পিসিবির আবার পর্যালোচনা করার কথা। সেই পর্যালোচনা হয়নি বলেই নাকি বেতন দেয়া হচ্ছে না নারী ক্রিকেটারদের।
এ বিষয়ে ক্রিকবাজকে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ২০২৪ সালের ১ জুলাই থেকে চুক্তির প্রস্তাব দেয়া হবে খেলোয়াড়দের। অনেক কিছু হচ্ছে এবং সবকিছু সামলানোর জন্য সময়ের খুব অভাব।’
ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, নারী দলের পাশাপাশি ৪ মাস ধরে বেতন পাচ্ছে না পাকিস্তানের পুরুষ দলও। অবশ্য দুদলের বেতন বকেয়া থাকার কারণ ভিন্ন। যদিও বাবরদের বেতন বকেয়া রাখার কারণ জানা যায়নি।
এআর
আপনার মতামত লিখুন :