সাকিব ছাড়া বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৩:০৩ পিএম
সাকিব ছাড়া বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ঢাকা:  টেস্টে ভরাডুবির পর টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। গোয়ালিয়রের সিন্ধিয়া স্টেডিয়ামে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এই ম্যাচটি খেলতে হবে দলের সেরা তারকা সাকিব আল হাসানকে ছাড়া। তাকে ছাড়া কেমন হবে টাইগারদের একাদশ?

কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন সাকিব। তিন সংস্করণে আলাদা পরিকল্পনা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানান। তাই ভারতের বিপক্ষে দলের সেরা অলরাউন্ডারকে ছাড়াই খেলতে হবে হবে বাংলাদেশকে।

সাকিবকে ছাড়া ম্যাচ খেলা অবশ্য নতুন কিছু নয় বাংলাদেশের জন্য। অনেক ম্যাচই খেলেছেন টাইগাররা। জয়ও রয়েছে তাকে ছাড়া। তবে এর আগে এই তারকা শীগগিরই ফিরবেন এমনটা মাথাতেই ছিল তাদের। কিন্তু তার শূন্যতা পূরণই হবে বড় চ্যালেঞ্জ।

এদিকে সাকিবের পরিবর্তে টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ও টেস্টে নিয়মিত হলে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাম্প্রতিক সময়ে খুব বেশি সুযোগ পান না। সবশেষ গত বছরের জুলাইয়ে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মিরাজ। এদিন প্রথম একাদশে জায়গা নাও মিলতে পারে তার।

জানা গেছে, একাদশ হতে পারে তিন পেসার ও এক স্পিনার নিয়ে। পঞ্চম বোলারের ঘাটতি পূরণে থাকছেন একজন স্পিন অলরাউন্ডার। সেক্ষেত্রে মিরাজের চেয়ে এগিয়ে আছেন শেখ মেহেদী হাসান। প্রয়োজনে হাত ঘোরাতে পারবেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও।  

ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে থাকতে পারেন তানজিদ হাসান তামিম। সেক্ষেত্রে অপেক্ষা বাড়বে পারভেজ হোসেন ইমনের। তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ হৃদয় ও জাকের আলী অনিকের খেলার সম্ভাবনা বেশি। লোয়ার মিডল অর্ডারে থাকছেন শেখ মেহেদী হাসান।

স্পিনার হিসেবে দলে থাকছেন রিশাদ হোসেন। শেষ দিকে ব্যাটিংটাও কার্যকরী তার। পেস আক্রমণে দেখা যেতে পারে তিন পেসারকে। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের একাদশে থাকা প্রায় নিশ্চিত। তৃতীয় পেসারের লড়াইয়ে আছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। তবে বিশ্বকাপের পারফরম্যান্সে এগিয়ে থাকতে পারেন তানজিম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান/মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।

এআর

Link copied!