মাসুদ-শফিকের সেঞ্চুরি আর বাবরের ব্যর্থতায় প্রথম দিন পাকিস্তানের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৭:৩০ পিএম
মাসুদ-শফিকের সেঞ্চুরি আর বাবরের ব্যর্থতায় প্রথম দিন পাকিস্তানের

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান দারুণ ব্যাটিং করছে ইংল্যান্ডের বিপক্ষে। মুলতান টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ৩২৮ রান তুলেছে স্বাগতিকরা।

সেঞ্চুরি করেছেন আবদুল্লাহ শফিক আর শান মাসুদ। দুজনই অবশ্য আউট হয়ে গেছেন। তারপরও বড় সংগ্রহ গড়ার পথেই আছে পাকিস্তান।

চার বছর ও ২৭ ইনিংস পর সেঞ্চুরির স্বাদ পেয়েছেন অধিনায়ক মাসুদ। করেছেন ১৭৭ বলে ১৫১ রান। পাকিস্তান অধিনায়কের ইনিংস গড়া ১৩ চার ও ২ ছক্কায়।

এদিকে আগের ১০ ইনিংসে সাতবার দুই অঙ্ক ছোঁয়ার আগে ফেরার পর এবার শতকের দেখা পেলেন আব্দুল্লাহ শাফিকও। দুজনে উপহার দিলেন আড়াইশ ছাড়ানো জুটি। ১৮৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রান করেন শাফিক। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৫৩ রান।

এদিকে থিতু হয়েও ইনিংস বড় পারেননি সাবেক অধিনায়ক বাবর আজম (৭১ বলে ৩০)। টেস্টে এই নিয়ে টানা ১৭ ইনিংসে পঞ্চাশ ছুঁতে ব্যর্থ হলেন তিনি।

ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম দুই সেশনে স্রেফ একটি উইকেট নিতে পারে ইংল্যান্ড। শেষ সেশনে ৩ উইকেট নিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে তারা।

এআর

Link copied!