বাংলাদেশের সামনে আজ বিশ্বকাপে টিকে থাকার লড়াই

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০২:২৬ পিএম
বাংলাদেশের সামনে আজ বিশ্বকাপে টিকে থাকার লড়াই

ঢাকা : শুরুটা স্বপ্নের মতো হয়েছিল বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ ১০ বছরের জয় খরা বাংলাদেশ নারী ক্রিকেট দল কাটায় স্কটল্যান্ডকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের মেয়েদের সঙ্গে জ্যোতি-মারুফারা লড়াই করে হেরেছেন। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি আর দুটি ম্যাচ।

তার একটিতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও দুই ম্যাচ খেলে পেয়েছে একটি জয়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ ক্যারিবীয়দের জন্যেও।

বাংলাদেশ যেমন দুই ম্যাচেই যোগ্যতা অনুযায়ী ভালো খেলেছে, ওয়েস্ট ইন্ডিজের বেলায় ঘটেছে উল্টোটা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেয়েরা উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়দের। ম্যাচ জিতে নেয় ১০ উইকেটে। পরের ম্যাচে অবশ্য স্কটল্যান্ডকে পাত্তা দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ৫০ বল হাতে রেখে ছয় উইকেটে ম্যাচ জেতে তারা।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দুটি করে ম্যাচ জিতে সেমি ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে। বাংলাদেশকে হারালে ওয়েস্ট ইন্ডিজও পাবে দুই জয়। সেক্ষেত্রে বিদায় অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের। তাই, বিশ্বকাপের সেমিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে খেলতে হবে সবটুকু উজাড় করে।

এমটিআই

Link copied!