ঢাকা : ২০২৫ আন্তর্জাতিক টেনিসে হল অব ফেমে সাবেক নাম্বার ওয়ান মারিয়া শারাপোভা জায়গা পেয়েছেন। তার সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের দ্বৈত দলের দুই ভাই বব ব্রায়ান ও মাইক ব্রায়ানও।
গত বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করা হয়েছে। পাঁচবারের গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ী হলেন শারাপোভা। চারটি গ্র্যান্ডস্লাম (অস্ট্রেলিয়া ওপেন, ফেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন) এককেই শিরোপা জয়ী ১০ জন নারী টেনিস খেলোয়াড়দের মধ্যে একজন হলেন এই রাশান তারকা। শুধু তাই নয়, ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত নারী টেনিসের র্যাঙ্কিংয়ে পাঁচবার শীর্ষস্থান দখল করেছিলেন তিনি।
অন্যদিকে, ব্রায়ান ভাইদের অর্জন হলো- ১৬টি মেজর ডাবলস শিরোপা জিতেছেন তারা। দ্বৈত র্যাঙ্কিংয়ে ৪৩৮ সপ্তাহ শীর্ষে থাকার নজির রয়েছে তাদের। এটিপির সবচেয়ে সফল জুটি হলেন- বব ও মাইক ব্রায়ান। আগামী বছরের আগস্টে ইউএস ওপেন শুরু হওয়ার আগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের হল অব ফেমে সম্মানিত করা হবে।
পাঁচটি গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের পর অবসরে যান শারাপোভা। তিনি জানান, অবসরের সময় দৈনন্দিন কাজের চাপে অতীতের স্মৃতি খুব কমই মনে পড়ে। কারণ, জীবনে দায়িত্বশীলতা দ্রুত বেড়ে যায়। শারাপোভা বলেন, ‘এটি খুবই অসাধারণ স্বীকৃতি। এজন্য অনেক ধন্যবাদ। ভোটার ও হল অব ফেমের প্রতি আমি কৃতজ্ঞ।’
অপরদিকে, ব্রায়ান ভ্রাতৃদ্বয়ের টেনিসে অর্জন অনেক সমৃদ্ধ। দুই ভাইয়ের জুটি ২০১২ লন্ডন অলিম্পিকে দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে। সব মিলিয়ে ১১৯টি শিরোপা জিতেছেন তারা। ১ হাজার ১০৯টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন দুই ব্রায়ান ভাই।
২০০৭ সালে যুক্তরাষ্ট্র দলকে ডেভিস কাপ জিতিয়েছেন তারা। বব ব্রায়ান বলেন, ‘ক্যারিয়ারে এটি দারুণ সময় ছিল। একত্রে আমরা অনেক কিছুই অর্জন করেছি।’
হল অব ফেমে জায়গায় পাওয়া স্বাভাবিকভাবেই খুশি বব ও মাইক ব্রায়ান। হল অব ফেমে থাকা সদস্যরা, ইতিহাসবিদ, সাংবাদিক ও সমর্থকরা হল অব ফেমের সেরা খেলোয়াড়দের নির্বাচিত করে থাকেন।
এমটিআই
আপনার মতামত লিখুন :