ঢাকা: অস্ট্রেলিয়ার মাটিতে ২০০২ সালের পর প্রথমবারের মতো তাদের বিপক্ষে সিরিজ জিতেছে পাকিস্তান। শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন অজিদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডদের। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অজি তারকা মাইকেল ক্লার্ক।
চলতি মাসেই শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। এই সিরিজের আগে শেষ ওয়ানডেতে মূল পেসারদের বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া। এ নিয়ে কঠোর সমালোচনা করেছেন মাইকেল ক্লার্ক।
বিগ স্পোর্টস ব্রেকফাস্ট রেডিও অনুষ্ঠানে ক্লার্ক বলেছেন, আমি কিছুটা বিভ্রান্ত। টেস্ট সিরিজ শুরু হতে আরও ১১ দিন বাকি আছে। টেস্ট সিরিজে থাকা অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা কেন এই ওয়ানডেতে খেলতে পারবে না...অস্ট্রেলিয়া যদি প্রথম দুই ম্যাচ জিতত, তাহলে না হয় বোঝা যেত যে তারা (ক্রিকেট অস্ট্রেলিয়া) তাদের বড় খেলোয়াড়দের বিশ্রাম দিচ্ছে। কিন্তু এখানে তো সিরিজ জয়ের ব্যাপার ছিল।
ওয়ানডে ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে না অস্ট্রেলিয়া এমন দাবি করেছেন ক্লার্ক। এজন্য দর্শক কম আসাকেও দায়ী করেছেন তিনি। আপনারা এটা আশা করবেন না যে দর্শক এমনি এমনিই ওয়ানডে ম্যাচ দেখতে আসবে। আমরা ওয়ানডে খেলছি, কিন্তু কেউ আসছে না। কারও আগ্রহ নেই। আমার প্রশ্ন, কেন?
সিরিজ নির্ধারণী ম্যাচে এমন হারে তাই হতাশ ক্লার্ক। টেস্ট সিরিজের এখনো সময় বাকি থাকায় তার মতে গুরুত্বপূর্ণ শেষ ওয়ানডে ম্যাচে খেলা উচিত ছিল পেসারদের। আমার মনে হয়, নিশ্চিত করেই (ওয়ানডে ) সিরিজ হারা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আপনাদের যদি মাথাব্যথা না থাকে, তাহলে আমরাও (দর্শক) পাত্তা দেব না। আমি মনে করি, এটা আমাদের ভুল ভাবনা। বুঝতে পারছি যে টেস্ট ক্রিকেটের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।
এটা আমারও পছন্দ। কিন্তু খেলাটা তো এক দিনের ব্যাপার ছিল। তারা এখানে অনুশীলনের চেয়ে বেশি বলই করত না। ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ১৪ নভেম্বর শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শেষে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
এআর
আপনার মতামত লিখুন :