আইপিএলের নিলামে তিন পেসারের ওপর বাড়তি নজর 

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ১০:০৪ পিএম
আইপিএলের নিলামে তিন পেসারের ওপর বাড়তি নজর 

ঢাকা: ২০২৫ আইপিএলের মেগা নিলামে আছেন সময়ের অন্যতম সেরা তিন পেসার মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া। 

সৌদি আরবের জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বর এবারের নিলামে এই তিনজনের দিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর বাড়তি নজর থাকবে বলেই মনে করছেন অনেকে।

২০২৫ আইপিএলের মেগা নিলামে বড় নামগুলোর মধ্যে অন্যতম মিচেল স্টার্ক। গত মৌসুমের নিলামে সর্বোচ্চ দাম (২৪ কোটি ৭৫ লাখ রুপি) দিয়ে কেনা এই অস্ট্রেলিয়ান পেসারকে এবার ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০২৪ সালের আইপিএলে কলকাতার হয়ে ১৪ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছিলেন স্টার্ক। শিরোপা জিতেছিল তার দলও।

পাঞ্জাব কিংস এবার ছেড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার গতিতারকা কাগিসো রাবাদাকে। যার ফলে ২০২৫ আইপিএলের মেগা নিলামে আছেন তিনিও। ২০২৩ সালে আাইপিএলে ম্যাচের হিসাবে (৬৪ ম্যাচ) দ্রুততম ১০০ উইকেট শিকার করা রাবাদাকে নিলামে কিনে নিতে পারে পাঞ্জাবও। তাদের আরটিএম (রাইট টু ম্যাচ) এখনো বাকি আছে। এই নিয়ম ফ্র্যাঞ্চাইজিগুলোকে এমন একজন খেলোয়াড়কে কেনার অনুমতি দেয়, যিনি গত মৌসুমে সেই দলেরই একজন ছিলেন। আবার তাকে পাওয়ার লড়াইয়ে নামবে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও।

২০২৫ আইপিএলের মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর চোখ থাকবে দক্ষিণ আফ্রিকার এই পেসারের দিকেও। নিয়মিতই তিনি ১৫০ কিলোমিটারে বল করতে পারেন বলে এই সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে আরও বেশি কাঙ্ক্ষিত হয়ে উঠেছেন আনরিখ নর্কিয়া। আরটিএম নিয়মের কল্যাণে তাকে কিনতে পারে তার গত মৌসুমের দল দিল্লি ক্যাপিটালস। এটা অন্য দলগুলোর জন্য তাকে পাওয়ার বিষয়টি কঠিন করে দেবে।

এআর

Link copied!