ঢাকা: দক্ষিণ আফ্রিকায় কারাতে চ্যাম্পিয়নশিপে দুটি পদক জিতেছেন বাংলাদেশের কারাতেকা। তরুণ কারাতেকা আদাম চৌধুরী ৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণ জিতেছেন। ব্যক্তিগত কাতা ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি।
ভেটেরান ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশের কারাতেকার পুরনো তারকা সৈয়দ নুরুজ্জামানও স্বর্ণপদক লাভ করেছেন। বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী পদক জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুজ্জামান কারাতের পরিচিত নাম। তিনি এসএ গেমসে পদক জয়ী কারাতেকা। ডারবানেও দিলেন নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ।
কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে পড়ায় আসরটি সরিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেওয়া হয়েছে। সেখানে এসেছে এই সাফল্য।
কমনওয়েলথর এই কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোচের দায়িত্বে আছেন মুস্তাক চৌধুরী। তিনি কারাতেকা আদাম চৌধুরীর বাবা।
এআর
আপনার মতামত লিখুন :