দারুণ জুটির পর দ্রুত উইকেটের পতন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৯:৫১ পিএম
দারুণ জুটির পর দ্রুত উইকেটের পতন

ঢাকা: দারুণ জুটির আবারো দ্রুত উইকেট হারাল বাংলাদেশ। রাদারফোর্ডের থ্রোটা সরাসরিই স্টাম্প ভেঙেছে। আউটের আবেদন করলেও খুব একটা আত্মবিশ্বাসী ছিল না ওয়েস্ট ইন্ডিজ। মিরাজেরও মনে হয়েছে সময়মতো ব্যাট পপিং ক্রিজে ঢুকেছিল।

কিন্তু রিপ্লেতে দেখা গেল ভিন্ন চিত্র। অল্পের জন্য লানআউট মিরাজ। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন ৭৩ বলে ৭৭ রান করে। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়।

এদিকে শারফেন রাদারফোর্ডের শর্ট ডেলিভারিটি ছিল অফ স্টাম্পের বাইরে। টেনে লেগ সাইডে খেলতে গিয়ে মিড–উইকেটে সহজ ক্যাচ তুললেন আফিফ (২৯ বলে ১৫)। 

সৌম্য ফিরলেন ৭৩ রানে
৫৮ বলে ৫০ ছুঁয়ে বেশ আক্রমণাত্মক ব্যাটিংই শুরু করেছিলেন সৌম্য সরকার। জেডিয়াহ ব্লেডসকে তিন চারের পর গুড়াকেশ মোতিকে মেরেছেন ছক্কা।

তবে ছক্কার পরের বলেই এলবিডব্লু হয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। ৬ চার ৪ ছক্কার ইনিংসটি থেমেছে ৭৩ বলে ৭৩ রান করে। 

বাংলাদেশের স্কোর ৩২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান।

এআর

Link copied!