ঢাকা: সেন্ট কিটসে কাল রাতে ওয়ার্নার পার্কে তৃতীয় ওয়ানডেতে ৩২১ করেও ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২৫ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের এ জয়ে দাপটটাও বোঝা যায়।
তাতে ১০ বছর পর ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের কাছে ধবলধোলাই হলো বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে কেবল দুই মাস বাকি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ধবলধোলাই হওয়াটা নিশ্চয়ই অশনি সংকেত দিচ্ছে।
দলের মধ্যে যে উন্নতির ঘাটতি রয়েছে, তা স্পষ্ট অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কথায়। তবে কীভাবে উন্নতি করতে হবে সেটা ভালোভাবেই জানেন বলে জানিয়েছেন মিরাজ।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই সিরিজের পর আমাদের সামনে চ্যাম্পিয়নস ট্রফি এবং আমরা জানি, আমাদের উন্নতি করতে হবে। আশার কথা হলো, কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমরা বুঝি।’
মিরাজ বলেছেন সমস্যার কথাও, ‘আমরা বোলিংয়ে আরও ভালো করতে পারতাম এবং মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি-এটাই ছিল আমাদের জন্য সমস্যা।’
‘নাসুম, তাসকিন, তানজিমে আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু তারপর আমরা মাঝের ওভারগুলোয় ভালো বোলিং করতে পারিনি। আমরা উইকেট পাইনি। ’
সিরিজের ৩ ম্যাচের প্রতিটিতেই ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল ৬৩ বলে ঝোড়ো ৮৪ রানের ইনিংস খেলেন তিনি।
তার প্রশংসায় মিরাজ বলেন, ‘আমরা মাঝের ওভারগুলোয় ভালো ব্যাট করতে পারিনি। কোনো জুটি হয়নি। তিনি (মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি পেয়েছেন, যেগুলো আমাদের দলের জন্য ভালো মুহূর্ত। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি। ’
এআর
আপনার মতামত লিখুন :