চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না কামিন্সের, নতুন অধিনায়ক কে?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৩:৫৬ পিএম
চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না কামিন্সের, নতুন অধিনায়ক কে?

ঢাকা: সন্তানের জন্মক্ষণে স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না প্যাট কামিন্সের। নতুন খবর আগামী মাসের চ্যাম্পিয়নস ট্রফিতেও অধিনায়ককে না পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। 

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অ্যাঙ্কেলের চোটে ভুগছেন ২০২৩ সালে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক।  

চোটের খবর দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়া জানাতে পারেনি কামিন্সের চোট কতটা গুরুতর। ২২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে অধিনায়ককে পাওয়া যাবে কি যাবে না, সেটিও বলতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানালেন স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা, ‘স্ক্যান রিপোর্টটা কখন আসে, সেই অপেক্ষায় আছি আমরা। রিপোর্ট দেখেই বোঝা যাবে কী অবস্থা। তবে কিছু কাজ করার আছে। চোটের খুঁটিনাটি জানা দরকার।’ স্ক্যান অবশ্য এখনো করানো হয়নি।

বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালেই অ্যাঙ্কেলের সমস্যায় পড়েছেন কামিন্স। পাঁচ ম্যাচের সেই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৬৭ ওভার বল করেছেন এই পেসার। ২১.৩৬ গড়ে নিয়েছেন ২৫ উইকেট।

এআর

Link copied!