সাব্বিরের তাণ্ডবে ঢাকার বড় স্কোর

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৮:৩৩ পিএম
সাব্বিরের তাণ্ডবে ঢাকার বড় স্কোর

ঢাকা: এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সাব্বির রহমান। তবে চলতি আসরে নিজের প্রথম ম্যাচে কিছুই করতে পারেননি। 

৭ বলে ২ রান করেই আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেই আসল রূপ দেখালেন ডানহাতি মারকুটে ব্যাটার। চিটাগং কিংসের বিপক্ষে এক এক করে ৯টি ছক্কা হাঁকালেন তিনি। সঙ্গে চার মারলেন ৩টি।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ক্যামিও দেখিয়ে ৩৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন সাব্বির। 

ডানহাতি ব্যাটারের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ৫ উইকেটে ১৭৭ রানের লড়াকু পুঁজি করেছে ঢাকা। অর্থাৎ জিততে হলে চিটাগং কিংসকে করতে হবে ১৭৮ রান।

এআর

Link copied!