অবশেষে বিপিএলে জয়ের দেখা পেল শাকিবের ঢাকা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১১:২৯ পিএম
অবশেষে বিপিএলে জয়ের দেখা পেল শাকিবের ঢাকা

ঢাকা: লিটন দাস ও তানজিদ হাসান তামিম মিলে দুর্বার রাজশাহীর বোলারদের তুলোধোনা করে দুজনেই তুলে নেন সেঞ্চুরি।

তাদের রেকর্ড জুটিতে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায় ঢাকা। ওই রান তাড়ায় নেমে শুরু থেকে এলোমেলো থাকা দুর্বার রাজশাহীকে থামতে হয়েছে অল্পতে।  

সিলেটে রোববার বিপিএলের ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৫০ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। শুরুতে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় ঢাকা। রান তাড়ায় নেমে সব উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি রাজশাহী।

এর আগে ২০১৩ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে ১১৯ রানে জিতেছিল চিটাগাং কিংস। সেটিই এতদিন রানের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল। এবার তা ছাড়িয়ে গেছে ঢাকা।
 
রেকর্ড রান তাড়ায় নেমে দিশেহারা ছিলেন রাজশাহীর ব্যাটাররা। ৩৪ রানে পাঁচ উইকেট হারায় তারা। তখন অবধি খেলা হয়েছে ৬ ওভার তিন বল। এরপর ইয়াসির আলি ১৩ বলে ১৭ রান করেন। কিন্তু তিনিও ইনিংস লম্বা করতে পারেননি।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান আসে রায়ান বার্লের ব্যাটে। ৩২ বলে ৪৭ রান করেন তিনি। ঢাকার হয়ে দুই উইকেট করে নেন আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন ও ফারমানুল্লাহ।  

এআর

Link copied!