আমার সঙ্গে লাগতে আইসো না, সাব্বিরকে তামিম

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৯:২৩ পিএম
আমার সঙ্গে লাগতে আইসো না, সাব্বিরকে তামিম

ঢাকা: বিপিএলে হেলস কাণ্ডের পর এক বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে শাস্তিও পেতে হয়েছিল। সেই তামিম এবার আবারও আলোচনায় চলে এসেছেন। তিনি এবার বিবাদে জড়িয়ে পড়েছেন ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সঙ্গে। 

দ্বিতীয় ইনিংসে নবম ওভার চলছে তখন। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করছিল বরিশাল। দাভিদ মালানের সঙ্গে তামিম ইকবালের জুটিও জমে গিয়েছিল রীতিমতো। 

চতুরঙ্গা ডি সিলভার করা ওই ওভারের দ্বিতীয় বলটা তামিম লং অনে পাঠিয়ে তুলে নিয়েছিলেন একটি রান। তবে সাব্বিরের ফিল্ডিং নিয়ে উষ্মা প্রকাশ করেন তামিম। বাউন্ডারি লাইনে সাব্বির বলটা হাতে নিতে পারেননি ঠিকঠাক। তা চলে আসে সামনে।

সেটাই তামিমের কাছে বেখাপ্পা মনে হয়। ক্রিকেটীয় পরিভাষায় যাকে ‘ফেইক ফিল্ডিং’ হিসেবে ধরা হয়। অনেক ক্ষেত্রে ব্যাটার বিভ্রান্ত হয়ে রানের জন্য ক্রিজ ছাড়েন, আর তাতে রান আউটের সুযোগ তৈরি হয়। তামিমেরও তেমন কিছুই মনে হয়েছিল। 

আর তাই সাব্বিরকে তিনি বলে বসেন, ‘বেশি লাগতে যায়ো না সাব্বির, বেশি লাগতে যায়ো না!’ এখানেই ক্ষান্ত হননি তামিম। সঙ্গে আরও কিছু বলেছিলেন যা ঠিক স্পষ্ট শোনা যায়নি। 

প্রতিক্রিয়ায় সাব্বির তেড়ে আসছিলেন তামিম ইকবালের দিকে। বিষয়টা মধ্যস্থতায় এগিয়ে আসেন থিসারা পেরেরা। সাব্বিরকে থামান তিনি। ফিল্ড আম্পায়াররাও এগিয়ে আসেন। ফলে বিষয়টা আর বড় কিছুতে রূপ নেয়নি। 

এর আগে গত ৯ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশালের সবশেষ ম্যাচেও মেজাজ হারিয়েছিলেন তামিম। সেদিন তার নেমেসিস ছিলেন অ্যালেক্স হেলস।

দুজনের বাদানুবাদে তামিম একটু বেশিই আগ্রাসন দেখিয়েছিলেন। পরে রংপুরের টিম ম্যানেজার শানিয়ান তামিম ও অধিনায়ক নুরুল হাসান সোহানের মধ্যস্থতায় বিষয়টা আরও বড় হয়নি।
 
এআর

Link copied!