ইংল্যান্ডকে উড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু ভারতের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১০:১৮ পিএম
ইংল্যান্ডকে উড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু ভারতের

ঢাকা: ব্যাটিংয়ে বিরাট কোহলি আর বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ’র মতো তারকাকে ছাড়াই ইংল্যান্ডকে উড়িয়ে দিলো ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৮ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিলো তারা। রান তাড়ায় নেমে মারকুটে ইনিংস খেলেন আইয়ার। 

নাগপুরে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের দেয়া ২৪৯ রান তাড়া করে নেয় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন শুভমান গিল। এছাড়া দুটি ফিফটির ইনিংস এসেছে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ব্যাট থেকে। ইংলিশদের হয়ে ২টি করে ‍উইকেট নেন সাকিব মাহমুদ ও আদিল রশিদ।

রান তাড়ায় নেমে এদিন অবশ্য শুরুটা ভালো হয়নি ভারতের। ১৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ওপেনার যশস্বী জয়সওয়াল ২২ বলে ১৫ আর রোহিত শর্মা ৭ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। হাঁটুর চোটের কারণে এদিন দলে ছিলেন না বিরাট কোহলি। তবে তার অভাব বুঝতে দেননি শুভমান গিল ও শ্রেয়াস আইয়াররা।

গিল ও আইয়ার তৃতীয় উইকেটে হাল ধরে ৯২ রানের জুটি গড়েন। আইয়ার ৩৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৯ রানে আউট হলেও ক্রিজ আঁকড়ে রাখেন গিল। দলীয় ২৩৫ রানে আউট হওয়ার আগে ৯৬ বলে ১৪ চারের মারে ৮৭ রান করেন তিনি। মাঝে তার সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন অক্ষর প্যাটেল। ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন এ অলরাউন্ডার। শেষদিকে হার্দিক পান্ডিয়া ৬ বলে ৯ আর রবীন্দ্র জাদেজা ১০ বলে ১২ রানে অপরাজিত থেকে ৬৮ বল আগেই দলের জয় নিশ্চিত করেন।
 
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ ফেব্রুয়ারি ফের দুদল একে অপরের মুখোমুখি হবে। নাগপুরে এদিন টস জিতে ইংল্যান্ড যেভাবে শুরু করেছিল তাতে আভাস ছিল বড় সংগ্রহের। ওপেনার ফিল সল্ট পেসার হার্শিত রানার এক ওভারেই নিয়েছিলেন ২৬ রান। আগ্রাসী ছিলেন অন্য ওপেনার বেন ডাকেটও। তাতে শুরুর দিকে বেশ চাপেই পড়েছিল ভারতীয় বোলাররা। কিন্তু ইংলিশদের আধিপত্য থেমে যায় এক ভুল বোঝাবুঝিতেই। তিন রান নিতে গিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে যান সল্ট। ২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ রানে থামে তার ব্যক্তিগত ইনিংস।


 
ওপেনিং জুটি ভাঙতেই ভারতীয় বোলাররা চাপে ফেলে দেয় ইংল্যান্ডকে। প্রথম ৮ ওভারে কোনো উইকেট না হারানো দল, আট বলের ব্যবধানে তিন উইকেট হারায়। ২৯ বলে ৬ চারের মারে ৩২ রান করে বিদায় নেন বেন ডাকেট। তার বিদায়ের পর শূন্য রানে সাজঘরে ফেরেন হ্যারি ব্রুক।
 
দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ইংল্যান্ডকে বাঁচাতে ইনিংস ধরার কাজটা শুরু করেন জো রুট এবং জস বাটলার। কিন্তু ভারতীয় বোলাররা সেই জুটি বেশিক্ষণ টিকতে দেয়নি। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন রুট (১৯)। ২০২৩ বিশ্বকাপের পর প্রথমবার ওয়ানডে খেলতে নেমে খুব বেশি রান করতে পারলেন না তিনি।
 
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের জুটিটি গড়েন বাটলার এবং জ্যাকব বেথেল। তারা ৫৯ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ৬৭ বলে ৫২ রান করে ক্যাচ তুলে দেন বাটলার।    অন্যদিকে ৬৪ বলে ৫১ রান করে জাদেজার শিকার হন বেথেল। দুজনের বিদায়ের পর আর কেউ তেমন দ্যুতি ছড়াতে পারেননি। শেষদিকে জফরা আর্চারের ১৮ বলে ২১ রানের কল্যাণে আড়াইশ’র কাছাকাছি সংগ্রহ পায় ইংল্যান্ড।
 
ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন হার্শিত রানা এবং রবীন্দ্র জাদেজা।

এআর

Link copied!