ঢাকা: টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতে বরিশালে আনন্দ উদযাপনে গেছে ফরচুন বরিশাল। শিরোপা লঞ্চে করে বরিশালে নিয়ে যেতে চাইলেও দলটি শেষঅবধি গেছে আকাশপথে।
চ্যাম্পিয়নদের বরণ করে নিতে কার্পণ্য করেননি বরিশালের মানুষ। তামিম ইকবাল-তাওহীদ হৃদয়ের বরণ করে নিতে জনসমুদ্র হয়েছে সেখানে।
পূর্বঘোষণা অনুযায়ী, ৯ তারিখ দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশালে পৌঁছেছে টানা দ্বিতীয়বার শিরোপাজয়ী দল ফরচুন বরিশাল। বিকেলে বেলস পার্ক জনসমুদ্রে পরিণত হয়। সর্বস্তরের মানুষ আসেন শিরোপাজয়ী দলকে স্বাগতম জানাতে।
ফাইনালের আগেরদিন এবং চ্যাম্পিয়ন হওয়ার পর তামিম ইকবাল জানিয়েছিলেন লঞ্চে করে বরিশালে নিয়ে যেতে চান বিপিএল ট্রফি। আগেরবার দর্শকদের হতাশ করলেও এবার করবেন না। সেই কথা যদিও রাখতে পারেননি তামিমরা, ট্রফি নিয়ে বরিশালে গেলেও লঞ্চে নয়, আকাশপথে গেছেন।
শিরোপা জয়ের পর বরিশালে গিয়ে অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমান। ফাইনাল শেষে বলেছিলেন, ‘৯ তারিখে যাবো। যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই নিমন্ত্রিত। আমরা চেষ্টা করব দুপুরের পর বেলস পার্কে একটা অনুষ্ঠান করতে।’
পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বলেছিলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।’
এআর
আপনার মতামত লিখুন :