প্রস্তুতি ম্যাচ থেকে ‘যত বেশি সম্ভব তথ্য’ নিতে চায় বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১০:২২ এএম
প্রস্তুতি ম্যাচ থেকে ‘যত বেশি সম্ভব তথ্য’ নিতে চায় বাংলাদেশ

ঢাকা : দীর্ঘ ভ্রমণ শেষে দুবাই পৌঁছানোর পর এক দিন বিশ্রাম। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের প্রস্তুত করার অভিযানে নেমে গেছে বাংলাদেশ। মূল আসর শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ওই ম্যাচ দিয়েই সম্ভাব্য করণীয় বুঝে নেওয়ার আশা দলের পেস অলরাউন্ডার তানজিম হাসানের।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে আলোচনায় ছিল বাংলাদেশের ম্যাচ অনুশীলনের ঘাটতির প্রসঙ্গ। প্রধান কোচ ফিল সিমন্স সরাসরিই বলেছেন, বিপিএল শেষ করে ওয়ানডে টুর্নামেন্ট খেলতে নেমে যাওয়া আদর্শ প্রস্তুতি নয়। তবে নিজেদের চেনা সংস্করণ হওয়ায় মানিয়ে নিতে সমস্যা না বলে মন্তব্য করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আট দলের এই টুর্নামেন্টে শুধু বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়া বাকি সব দেশ চলতি মাসেও খেলেছে ওয়ানডে ক্রিকেট। ম্যাচ অনুশীলনের ঘাটতি পুষিয়ে নেওয়ার আশায় মূল আসর শুরুর আগে আফগানরা খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত বছরের ১২ ডিসেম্বর। এরপর থেকে টি-টোয়েন্টি সংস্করণে ব্যস্ত ক্রিকেটাররা। দুই মাসের বেশি সময় ধরে পঞ্চাশ ওভারের ক্রিকেট না খেলার ঘাটতি মেটানোর একরকম সুযোগ অবশ্য পাচ্ছে বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) মুখোমুখি হবে তারা। একই মাঠে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে শান্তর দল।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। পর দিন বিশ্রামে কাটায় পুরো দল।

আইসিসি একাডেমি মাঠে শনিবার প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ। পরে বিসিবির ভিডিওবার্তায় তানজিম বলেন, প্রস্তুতি ম্যাচ খেলে মূল আসরের উইকেট ও কন্ডিশন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করবে দল।

প্রস্তুতি ম্যাচটা থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব। চেষ্টা থাকবে উইকেট সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য নেওয়া যায়। কোন ধরনের বল এখানে ভালো কাজ করে, কোন লেংথে করলে ব্যাটসম্যানদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।

মূল পর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচ ছাড়া চার দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। এর মধ্যে রৌদ্রজ্জ্বল দিনে অনুশীলন সেরে তৃপ্তির কথাই জানালেন ২২ বছর বয়সী পেস অলরাউন্ডার।

প্রথম অনুশীলন সেশন খুব ভালো গিয়েছে। জিম করলাম, পরে নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- সব বিভাগই অনুশীলন করেছি। খুব ভালো লাগছে। কেমন অনুভূত হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আজকের অনুশীলনের পর অনুভূতি খুব ভালো।

দুবাইয়ে প্রথম ম্যাচ খেলে পাকিস্তান চলে যাবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড ও ২৭ তারিখ স্বাগতিকদের বিপক্ষে খেলবে তারা।

এমটিআই

Link copied!