ঢাকা: প্লে-অফ থেকে ১৬টি দল চূড়ান্ত হওয়ার পর এবার হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। নতুন নিয়মের এই ড্রয়ে বেশ কয়েকটি বড় দল তুলনামূলক দূর্বল প্রতিপক্ষ পেলেও সেয়ানে সেয়ানে লড়াইও দেখা যাবে কয়েকটি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র।
প্লে-অফে ম্যানচেস্টার সিটিকে ছিটকে দেয়া রিয়াল মাদ্রিদ রাউন্ড অব সিক্সটিন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদকে।
এ পর্বে অবশ্য কঠিন পরীক্ষার মুখে পড়েছে পিএসজি ও লিভারপুল। ফরাসি জায়ান্ট ও লিভারপুলের মধ্যে যেকোনো একদলকে বিদায় নিতে হবে শেষ ষোলোতেই।
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্বদেশি আরেক প্রতিদ্বন্দ্বী ক্লাব বায়ার লেভারকুসেন। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনর প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব বেনফিকা।
তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে ইন্টার মিলান। তাদের প্রতিপক্ষ ডাচ ক্লাব ফেয়েনুর্দ। সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্সেনালও। তাদের প্রতিপক্ষ পিএসভি। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ লিল আর অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ ক্লাব ব্রুজ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আগামী ৪ ও ৫ মার্চ প্রথম লেগে আর ১১ ও ১২ মার্চ দ্বিতীয় লেগে দলগুলো একে অপরের মুখোমুখি হবে।
এক নজরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রতিপক্ষ:
রিয়াল মাদ্রিদ বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ
লিভারপুল বনাম পিএসজি
বার্সেলোনা বনাম বেনফিকা
বায়ার্ন মিউনিখ বনাম বায়ার লেভারকুসেন
আর্সেনাল বনাম পিএসভি
ইন্টার মিলান বনাম ফেয়েনুর্দ
অ্যাস্টন ভিলা বনাম ক্লাব ব্রুজ
বরুশিয়া ডর্টমুন্ড বনাম লিল
এআর
আপনার মতামত লিখুন :