নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন, যা বললেন ফারুক

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৩:৩২ পিএম
নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন, যা বললেন ফারুক

ঢাকা: গত বছরই জানা গিয়েছিল টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টাইগারদের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন লিটন দাস। 

তবে নতুন করে দায়িত্ব কে পাচ্ছেন সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। ইতোমধ্যে দুই একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব।'

আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকে পরিকল্পনা করবে বিসিবি। সেজন্য ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায় বিসিবি। পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটারদের বাড়তি নজর দিচ্ছেন বোর্ড সভাপতি।

এ প্রসঙ্গে ফারুক বলেন, 'আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম-সাকিব-মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।'

আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।'

এআর

Link copied!