ঢাকা: পাকিস্তানি অলরাউন্ডার আজহার মেহমুদের পথে হাঁটছেন মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকার পরও ব্রিটিশ পাসপোর্ট থাকার কারণে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন মেহমুদ।
আগামী বছর ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার আশা করছেন আমিরও। সেই সুবাদে আগামী বছর থেকে আইপিএলে খেলতে চান এই পেসার। পাকিস্তানের এই বাঁহাতি পেসার আইপিএলের খেলতে চান বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
আমির আইপিএল খেলার ইচ্ছার কথা জানিয়েছেন পাকিস্তানের সংবাদমাধ্যম ‘হারনা মান হে’তে। সেখানে আমির বলেছেন, ‘আগামী বছর আইপিএলে খেলার সুযোগ আসবে। যদি কোনো দল আমাকে নেয়, আমি আইপিএলে খেলব।’
আমিরের স্ত্রী একজন ব্রিটিশ নাগরিক। সেই সুবাদেই ব্রিটিশ পাসপোর্ট পাবেন এই পেসার। এরপর আমির কোহলির দল বেঙ্গালুরুতে খেলার ইচ্ছার কথা জানান।
একই অনুষ্ঠানে উপস্থিত থাকা পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ বলেছেন, আইপিএলে বেঙ্গালুরুর ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আমির, ‘আরসিবির আমিরের মতো একজন বোলার প্রয়োজন। তাদের ব্যাটিং বিভাগ ভালো, তাদের বোলিং সব সময়ই সমস্যার। আমির আরসিবির হয়ে খেললে তারা শিরোপা জিতবে।’
বেঙ্গালুরুর প্রতি আমিরের আগ্রহের অন্যতম কারণ কোহলি। সমসাময়িক এই দুই ক্রিকেটারই একে অপরকে বিভিন্ন সময় প্রশংসায় ভাসিয়েছেন। আমিরের মুখে আবারও কোহলির প্রশংসা শোনা গেছে কাল, ‘বিরাট আমাকে একটি ব্যাট উপহার দিয়েছিল। আমি তাতে বেশ খুশি হয়েছিলাম। আমি সব সময়ই কোহলির ব্যাটিংয়ের গুণগ্রাহী আর সে আমার বোলিংয়ের। ওর উপহার দেওয়া ব্যাটে আমার কয়েকটি ভালো ইনিংসও আছে।’
এআর
আপনার মতামত লিখুন :