ঢাকা : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আফগানিস্তান ক্রিকেট দলের সদস্যপদ স্থগিত করার দাবিতে আহ্বান জানিয়েছে মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির পক্ষ থেকে আইসিসিকে পাঠানো ইমেইল বার্তায় দেশটির তালেবান সরকারের দ্বারা শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদমিত করে রাখাকে এ আহ্বানের পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আইসিসি সভাপতি জয় শাহকে উদ্দেশ্য করে এ বিস্তারিত চিঠিটি গত ৩ ফেব্রুয়ারি পাঠায় হিউম্যান রাইটস ওয়াচ। চিঠিটির বিষয় ছিল: আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে স্থগিত করা এবং মানবাধিকার নীতি বাস্তবায়ন। এতে বলা হয়েছে, ‘আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) তালেবানশাসিত আফগানিস্তানের আইসিসি সদস্যপদ স্থগিত করার এবং দেশটির আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ অনুরোধ জানাচ্ছি। যত দিন পর্যন্ত নারী এবং মেয়েরা আবারও শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণ করতে পারছে না, তত দিন পর্যন্ত এই পন্থা অবলম্বন করা হোক। পাশাপাশি আইসিসিকে আমরা জাতিসংঘের ব্যবসা এবং মানবাধিকার নির্দেশনা নীতিমালা মেনে মানবাধিকার নীতি বাস্তবায়নেরও আহ্বান জানাচ্ছি।’
হিউম্যান রাইটস ওয়াচ এমন আবেদনের পেছনের পটভূমিও বিস্তারিত ব্যাখ্যা করেছে চিঠিটিতে। সংস্থাটি লিখেছে, ‘২০২১ সালের আগস্টে আবারও ক্ষমতা গ্রহণের পর তালেবানরা মেয়েদের ওপর নিয়মনীতির দীর্ঘ এক তালিকা চাপিয়ে দিয়েছে, যা নারী ও মেয়েদের তাদের মৌলিক অধিকারের চর্চা থেকে বিরত রেখেছে। যেখানে মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতা, অনেক ধরনের চাকরিতে নিষেধাজ্ঞা ও ৬ষ্ঠ শ্রেণির ওপরে না পড়ানোর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এগুলো তাদের জীবন, জীবিকা, আশ্রয়, স্বাস্থ্যসেবা, খাদ্য, পানীয়সহ কার্যত সব অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।’
আফগানিস্তান সরকার ২০২১ সালে আফগানিস্তান নারী দলকে অর্থ প্রদান স্থগিত ও পৃষ্ঠপোষকতা বন্ধ করলেও চালু রেখেছে পুরুষ ক্রিকেট দলের প্রতি সর্বোচ্চ সহযোগিতা। যা আইসিসির বৈষম্যবিরোধী নীতির পরিপন্থি বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, ‘নারী এবং মেয়েদের ক্রিকেট দলকে খেলতে না দিয়ে এবং নারী ও মেয়েদের জাতীয় দলকে আন্তর্জাতিকভাবে অংশ নেওয়ার অনুমতি না দিয়ে আফগানিস্তান ক্রিকেট বৈষম্যবিরোধী নীতি মেনে চলতে ব্যর্থ হয়েছে।’
মানবাধিকার ইস্যুকে গুরুত্ব দিয়ে বর্তমানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দুই ক্রিকেট পরাশক্তি আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে নিজেদের বিরত রেখেছে। তবে আইসিসি ইভেন্টগুলোতে আফগানদের বিপক্ষে খেলে আসছে তারা।
সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে সংবাদ সম্মেলনে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিও নিজের দেশের নারীদের ক্রিকেটে দেখতে চাওয়ার আকাঙ্খা প্রকাশ করেছেন।
আফগান নারী দলের ক্রিকেটাররা বর্তমানে অস্ট্রেলিয়াতে শরণার্থী হিসেবে জীবন পার করছেন। গত বছরের জুলাইয়ে আইসিসির কাছে নিজেদের দলটিকে ‘শরণার্থী দল’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানান আফগান নারী ক্রিকেটাররা। তার প্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি মেলবোর্নের জংশন ওভালে আফগানিস্তান উইমেনস একাদশ ও ক্রিকেট উইথআউট বর্ডারসের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ওই ধারাবাহিকতায় এবার হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে আইসিসির কাছে আফগান ক্রিকেটকে নিষিদ্ধের দাবি জানানো হলো।
এমটিআই
আপনার মতামত লিখুন :