ছুটি থেকে ফিরেই শামীমের ব্যাটে ঝড়

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১২:৪৮ পিএম
ছুটি থেকে ফিরেই শামীমের ব্যাটে ঝড়

ঢাকা : ঈদের ছুটি শেষে  রোববার (৬ এপ্রিল) থেকে মাঠে গড়িয়েছে ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক আর মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের বাকিদের ব্যর্থতার মাঝে ব্যাট হাতে ঝড় তুলেছেন প্রাইম ব্যাংকের শামীম পাটোয়ারী। তার বিস্ফোরক ইনিংসে প্রাইম ব্যাংকের সংগ্রহ একটু ভদ্রস্থ রূপ নিয়েছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় প্রাইম ব্যাংক। বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন এবাদত হোসেন চৌধুরী। টপাটপ উইকেট পড়তে থাকে প্রাইম ব্যাংকের। একপর্যায়ে ৬৭ রানে প্রাইম ব্যাংক পাঁচ উইকেট হারায়। নাঈম শেখ (১৮), শাহাদত দিপু (১), জাকির হাসান (০), রিশাদ হোসেন (৩) কেউই অবদান রাখতে পারেননি।

সবার বিপরীতে দাঁড়িয়ে ঝড় তোলেন শামীম। ব্যাট থেকে আসে ৬১ বলে ১০ চার এবং ৪ ছক্কায় ৮৯ রানের বিস্ফোরক ইনিংস। স্ট্রাইকরেট ১৪৫.৯০। একটা সময় সেঞ্চুরি হবে বলে মনে হচ্ছিল, কিন্তু সাইফউদ্দিনের বলে আবু হায়দার রনির হাতে ধরা পড়ে থামে শামীমের ইনিংস। শেষ পর্যন্ত ৩২.২ ওভারে ১৭৪ রানে অল-আউট হয় প্রাইম ব্যাংক।

এমটিআই

Link copied!