পেনাল্টি নিয়ে বাজি ধরেছিলেন, হেরে গিয়ে টাকা দেননি ভিনিসিয়ুস

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০১:২৮ পিএম
পেনাল্টি নিয়ে বাজি ধরেছিলেন, হেরে গিয়ে টাকা দেননি ভিনিসিয়ুস

ঢাকা : ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের বিস্ময়কর পরাজয়ে সবচেয়ে আলোচিত হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিস করা। ম্যাচের ১৩ মিনিটে মুফতে পাওয়া এই সুযোগ মিস করেন ব্রাজিলিয়ান তারকা। এবার জানা গেল, পেনাল্টি কিক নেওয়ার আগে ভ্যালেন্সিয়া গোলকিপারের সঙ্গে বাজি ধরেছিলেন ভিনি। সেই বাজিতে হেরে তিনি নাকি টাকাও পরিশোধ করেননি!

শনিবার (৫ এপ্রিল) রাতের ম্যাচটিতে ভ্যালেন্সিয়ার এক খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক নিতে আসেন ভিনি। সেই মুহূর্তেই তার সঙ্গে শট ঠেকিয়ে দেওয়ার বাজি ধরেন ভ্যালেন্সিয়ার জর্জিয়ান গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি। এতে ভিনিও রাজি হয়ে যান। বাজি হয় ৫০ ইউরোর। কিন্তু ভিনিসিয়ুসের নেওয়া দুর্বল পেনাল্টি শট সহজেই রুখে দেন মামারদাশভিলি।

ম্যাচ শেষে স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল চিরিঙ্গুইতো’-তে এক সাক্ষাৎকারে ভ্যালেন্সিয়ার জয়ের অন্যতম নায়ক মামারদাশভিলি বলেন, ‘ভিনিসিয়ুসের সঙ্গে ৫০ ইউরোর একটা বাজি ধরেছিলাম। পেনাল্টির ঠিক আগে আমি ভিনিকে বলেছিলাম, যদি সে চায় তাহলে আমরা ৫০ ইউরোতে বাজি ধরতে পারি। গোল হলে আমি ৫০ ইউরো দেব ওকে, না হলে সে আমাকে ৫০ ইউরো দেবে। আমিই জিতেছি বাজি।’

আসলে ভিনিকে আটকাতে কৌশলের আশ্রয় নিয়েছিলেন মামারদাশভিলি। গত মাসের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও পেনাল্টি মিস করেছিলেন ভিনি। সে কারণেই হয়তো মামারদাশভিলি এই কাণ্ড করেছেন। কিন্তু তবে খেলা শেষে বাজির টাকা দেওয়ার কথা থাকলেও ভিনিসিয়ুস নাকি সেটা দেননি। ওই সাক্ষাৎকারে মামারদাশভিলি হাসতে হাসতে বলেছেন, ‘খেলা শেষেই আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও দেয়নি।’

এমটিআই

Link copied!