ঢাকা : গত মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। কিন্তু ম্যাচটি ভারতের শিলংয়ে হওয়ায় দেশের ফুটবলপ্রেমীরা এই প্রিমিয়ার লিগের তারকার খেলা সরাসরি দেখতে পারেননি। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু খেলা কোথায় হবে?
সূচি অনুযায়ী, সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। আর এই ম্যাচটি বাফুফে ঢাকা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে। ২০২১ সালের আগস্ট থেকে স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। এখনো পুরোপুরি শেষ হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ এখনো বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেয়নি। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন, স্টেডিয়ামের কাজ শেষ। ১০ জুন ম্যাচ আয়োজনেও সমস্যা হওয়ার কথা নয়।
আজ রবিবার আন্তর্জাতিক ক্রীড়া দিবসে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ম্যাচের ফাঁকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কাজ অলমোস্ট শেষ। আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সাথে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরো একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না।’
সেই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। জাতীয় স্টেডিয়ামের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারব।’
এমটিআই
আপনার মতামত লিখুন :