ঢাকা : ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে মিলওয়ালের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশের তারকা হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। এই পরাজয়ে প্রিমিয়ার লিগে ফেরার মিশনে বড় ধাক্কা খেল ক্লাবটি। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই থেকে তিন নম্বরে নেমে গেছে শেফিল্ড। অন্যদিকে তিন নম্বর থেকে শীর্ষে উঠেছে লিডস।
ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রাখলেও জাল কাঁপাতে পারেনি শেফিল্ড। হামজাও নিজের সেরাটা দেখাতে পারেননি। এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ৬৫ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মিলওয়ালের ৭ শটের বিপরীতে ২৫টি শট নিয়েছে শেফিল্ড।
২১তম মিনিটে শেফিল্ড গোল হজম করে বসে। একটি ডিফ্লেক্টেড পাসে শেফিল্ড ডিফেন্ডার জ্যাক রবিনসন হকচকিয়ে যান। সেই সুযোগে ডে নরে বল পাস দেন জশ কোবার্নকে। যিনি নিচু শটে শেফিল্ড গোলরক্ষক ফোডারিংহ্যামকে পরাস্ত করেন। এই এক গোল করেই মিলওয়াল রক্ষণে মনোযোগী হয়। তাদের সেই জমাট রক্ষণ আর ভাঙতে পারেনি শেফিল্ড।
দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ থেকে মাত্র দুটি দলই প্রিমিয়ার লিগে সরাসরি উন্নীত হবে। অপর স্থানটি নির্ধারিত হবে তৃতীয় ও ষষ্ঠস্থানে থাকা দলগুলোর প্লে-অফ থেকে। ম্যাচ শেষে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছেন, ‘আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছি। নিজেদের মতো করে বলতে গেলে গোল আটকাতে অনেক কিছুই ভালোভাবে করতে পারতাম।’
এমটিআই
আপনার মতামত লিখুন :