নাজমুলের সেঞ্চুরিতে জিতল আবাহনী

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৭, ০৭:২০ পিএম
নাজমুলের সেঞ্চুরিতে জিতল আবাহনী

ঢাকা: নিউজিল্যান্ড সফরে নাজমুল হোসেন শান্ত গিয়েছিলেন অভিজ্ঞতা অর্জন করতে। ওয়েলিংটন টেস্টের পর ক্রাইস্টচার্চ টেস্টে চোটজর্জর বাংলাদেশ দল একাদশ সাজাতেই গলদঘর্ম হয়ে পড়ে। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহীম, ওপেনার ইমরুল কায়েস ও মুমিনুল হক চোটে পড়ে ছিটকে পড়েন। এই সুযোগে টেস্ট অভিষেক হয়ে যায় নাজমুলের। কিন্তু ভালো কিছু উপহার দিতে পারেননি। তাই নাজমুল বাদ পড়ে যান দল থেকে।

তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছেন আবাহনীর হয়ে। ঐতিহ্যবাহী দলটি টানা দ্বিতীয় জয় পেয়েছে। সোমবার বিকেএসপির মাঠে সেঞ্চুরি করে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবাহনীর ৭ উইকেটের জয়ে বড় অবদান রেখেছেন নাজমুল। এটা তার ক্যারিয়ারে লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম সেঞ্চুরি।

লিস্ট ‘এ’ ম্যাচ ৩৫টি খেলেছেন নাজমুল। সেখানে চার ফিফটি সমেত তার গড় ত্রিশের একটু ওপরে। সোমবার নাজমুল খেললেন ১০১ রানের অপরাজিত ইনিংস। পাঁচ বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন চারটি।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে পারটেক্স স্কোরবোর্ডে জড়ো করে ২৩৪ রান। সর্বোচ্চ ৫০ রান করেন জুবায়ের হোসেন। সাজ্জাদ হোসেন ৪৪ ও ভারতের যশপাল সিং করেন ৩৩ রান। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শুভগত হোম।

পারটেক্সের রান টপকে গেছে আবাহনী মাত্র  তিন উইকেট হারিয়ে। জয়ের কাজটা আসলে সহজ করে দিয়েছে মাহমুদুল্লাহ-নাজমুলের ১৫০ রানের জুটি। মাহমুদুল্লাহ ৫২ বলে করেন ৭৭ রান। শেষদিকে মোসাদ্দেক হোসেন ২৩ রানে অপরাজিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Link copied!