ঢাকা: চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে আরেক বগিতে দৌড়ে যাচ্ছিলেন এক নারী। দেখে মনে হবে, সাবওয়ে সার্ফারস গেমের চরিত্র তিনি। শেষমেশ মনের আনন্দে তাঁকে নাচতেও দেখা যায়। বাংলাদেশি ওই নারীর এমন কর্মকাণ্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সংবাদমাধ্যমটি জানায়, ওই নারীর এই বিপজ্জনক কর্মকাণ্ড ইনস্টাগ্রামে প্রায় ২ কোটি বার দেখা হয়েছে। প্রথমে ওই নারীকে সাবওয়ে সার্ফারস গেমের মতো করে ট্রেনের এক বগির ছাদে যেতে দেখা যায়। এক সময় দেখা যায়, তিনি আশপাশের মানুষকে আনন্দ দিতে চলন্ত ট্রেনের ছাদের নাচতে শুরু করেন।
তবে ওই নারীর নাম ও পরিচয় জানা যায়নি। তাঁর এমন বিপজ্জনক কর্মকাণ্ড দেখে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা।সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লেখেন,‘মনে হয়, সে সাবওয়ে সার্ফারসকে আক্ষরিক অর্থে একটু বেশিই গ্রহণ করছে! আরেক ব্যবহারকারী লেখেন, ‘এটা একেবারে পাগলামি! যদি সে পড়ে যেত? এটা হাসির কিছু নয়।’
ইউআর
আপনার মতামত লিখুন :