ঢাকা: হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এক সদস্যকে বের করে দিয়েছিলেন অ্যাডমিন। এর জেরে অ্যাডমিনকে হত্যা করেছেন ওই ব্যক্তি। এমন ঘটনার অভিযোগ উঠেছে পাকিস্তানের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার পেশোওয়ারে এই ঘটনা ঘটে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম আশফাক। মুশতাক আহমেদ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ আশফাকের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তারে খোঁজ চালাচ্ছে পুলিশ।
মুশতাক আহমেদের ভাইয়ের অভিযোগ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন মুশতাক। তিনি গ্রুপ থেকে সরিয়ে দিয়েছিলেন আশফাক নামের এক সদস্যকে। এই সিদ্ধান্তে মোটেই খুশি হননি আশফাক। দুই পক্ষের মধ্যে তর্কও হয় এ ঘটনা নিয়ে। পরে অবশ্য কথা বলে সব মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। আর সেখানেই ঘটে বিপত্তি। বন্দুক নিয়ে দেখা করতে যান আশফাক। গুলি করে হত্যা করেন মুশতাককে।
এদিকে মুশতাককে হত্যার পর পালিয়ে যান আশফাক। তাঁকে গ্রেপ্তারে খোঁজ চালাচ্ছে পুলিশ। প্রশ্ন উঠেছে, কীভাবে এত সহজে আশফাক অস্ত্র পেলেন এবং কাউকে খুন করলেন? অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেনে মুশতাকের স্বজনেরা।
ইউআর
আপনার মতামত লিখুন :