ঢাকা : জাতীয় প্রেসক্লাব নির্বাচনে ইতিহাসে প্রথমবারের মতো নারী সভাপতি নির্বাচিত হলেন ফরিদা ইয়াসমিন। তিনি পেয়েছেন ৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছে ৩৯৩ ভোট।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
২০২১-২২ মেয়াদে ব্যবস্থাপনা কমিটি অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ (৪১৩), সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা (৬১৫), যুগ্ম সম্পাদক পদে মাঈনুল আলম (৫৭৭, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী (৭০৬)।
সদস্যরা হলেন- আইয়ুব ভূঁইয়া, জাহিদুজ্জামান ফারুক, ভানুরঞ্জন চক্রবর্তী, রহমান মুস্তাফিজ, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা, কাজী রওনক হোসেন, শাহনাজ বেগম পলি ও বখতিয়ার রানা।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার ১৫১টি।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :