• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুলিশের টিয়ার গ্যাসে আহত সাংবাদিকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৯, ২০২৩, ০৪:৪৭ পিএম
পুলিশের টিয়ার গ্যাসে আহত সাংবাদিকের মৃত্যু

ঢাকা : বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতার সময় পুলিশের টিয়ার গ্যাসে আহত বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য রফিক ভূইয়া মারা গেছেন।

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম।

জানা গেছে, ২৮ অক্টোবর দুপুরে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশাযোগে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়েন রফিক ভূইয়া। এ সময় তিনি রিকশা থেকে পড়ে যান।

পরে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সে সময় চিকিৎসক জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রফিক ভূইয়া সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে অনেকবার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন এবং নিয়মিত প্রেস ক্লাবে আসতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা ও ছড়া লিখতেন।

এমটিআই

Wordbridge School
Link copied!