• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সময় টিভির আহমেদ জোবায়েরকে অব্যাহতি, নতুন এমডি শম্পা রহমান 


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৪, ০৬:০৪ পিএম
সময় টিভির আহমেদ জোবায়েরকে অব্যাহতি, নতুন এমডি শম্পা রহমান 

ঢাকা: সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে এসেছেন শম্পা রহমান।

যিনি সময় টিভির মালিকানার বেশিরভাগ অংশ সিটি গ্রুপের পরিচালক ও সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানের মেয়ে। সময় টিভির প্রতিষ্ঠাকালীন পরিচালক তিনি।

শনিবার (১০ আগস্ট) গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন এই ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

এতে বলা হয়, শনিবার গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সভায় পরিচালক মিসেস শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।

আইএ

Wordbridge School
Link copied!