• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শিশু সাহিত্যিক ও সাংবাদিক আশরাফুল আলম পিন্টুর ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ২৭, ২০২৪, ০৫:২৪ পিএম
শিশু সাহিত্যিক ও সাংবাদিক আশরাফুল আলম পিন্টুর ইন্তেকাল

ঢাকা: বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার এবং দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সহ-সম্পাদক আশরাফুল আলম পিন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৩টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আশরাফুল আলম পিন্টুর ভাগ্নে প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ ভোরে স্ট্রোক করেন আশরাফুল আলম পিন্টু। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টা ৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।  

পরিবার সূত্রে জানা গেছে, আশরাফুল আলম পিন্টুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মিরপুরের শেওড়াপাড়ার বাসভবনে আনা হবে। সেখান থেকে রাতেই গ্রামের বাড়ি রাজশাহীতে নেওয়া হবে। তার জানাজার সময় এখনো নির্ধারণ হয়নি।  

আইএ

Wordbridge School
Link copied!