• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

ফ্ল্যাটে ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তাকে পিটিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ১০, ২০২৪, ০৪:০০ পিএম
ফ্ল্যাটে ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

ঢাকা: রাজধানীতে ফ্ল্যাটে ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) হাতিরঝিলের মহানগর প্রজেক্টে নিজ বাসায় হামলার শিকার হন তিনি। তানজিল জাহান তামিম দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন।

জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ২০–২৫ জন সন্ত্রাসী তামিমকে বেড়ক মারধর করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে বিরোধ চলছিল।

তামিমের বাবার অভিযোগ, প্লেসান্ট প্রোপার্টিস নামের ডেভেলপার কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির এক কর্মী মারা গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।

আইএ

Wordbridge School
Link copied!