• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ২৯, ২০২৪, ০৭:১৮ পিএম
২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

ঢাকা: দেশের বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদিকের অ্যাক্রিডিটিশন কার্ড বাতিল করলো তথ্য অধিদফতর। মঙ্গলবার (২৯ অক্টেবার) এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। 

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২২-এর অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে নিম্নবর্ণিত সাংবাদিকগণ/ব্যক্তিবর্গের অনুকূলে তথ্য অধিদফতর কর্তৃক ইতোপূর্বে ইস্যূকৃত স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।

কার্ড বাতিল হওয়া সাংবাদিকগণ হলেন- জাফর আহমেদ, শাবানা মাহমুদ, মোজাম্মেল হক, ফারজানা রূপা, ফরিদা ইয়াসমিন, ইকবাল সোবহান চৌধুরী, শ্যামল দত্ত, নঈম নিজাম, সুভাস চন্দ্র সিংহ রায়, সৈয়দ বোরহান কবীর, মুন্নী সাহা, নাঈমুল ইসলাম খান, ফরাজী আজমল হোসেন, শাকিল আহমেদ, মোহাম্মদ আরিফুর রহমান, আবুল কালাম আজাদ, মিথিলা ফারজানা, অশোক চৌধুরী, প্রণব সাহা।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এসআই/আইএ

Wordbridge School
Link copied!