• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০২৪, ০১:০০ পিএম
বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল গ্রেপ্তার

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মোল্লা জালালকে আদালতে নিয়ে যাওয়া হয়। পরে আদালতের নির্দেশে সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মুনসুর বলেন, ‌‌‘সাংবাদিক মোল্লা জালালকে সোমবার ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে ৪ দিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজন ভুক্তভোগী একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।’ তবে মামলার বিষয়ে বিস্তারিত জানাননি ওসি খালেদ মনসুর।

সাংবাদিক মোল্লা জালাল ২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন। আর মহাসচিব হয়েছিলেন শাবান মাহমুদ।

মোল্লা জালাল এনএনবি নামের একটি নিউজ এজেন্সির মালিক। তিনি এর সম্পাদক পদেও ছিলেন। বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি পদে আছেন। তিনি গীতিকবি হিসেবেও পরিচিত। সাংবাদিক হিসেবে তিনি সম্প্রতি কোনো প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন না বলে একাধিক সূত্র জানিয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!