Menu
ঢাকা: দেশের বিভিন্ন গণমাধ্যমের আরও ২৯ সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে রোববার তথ্য অধিদপ্তর থেকে এসব কার্ড বাতিল করা হয়েছে।
পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
তারও আগে গত ২৯ অক্টোবর আওয়ামীপন্থী ২০ জন সাংবাদিকের অ্যাক্রিডিটিশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর।
অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়া সাংবাদিকদের তালিকা নিচে দেওয়া হলো। তালিকার ২৬ ও ২৯ নম্বর একই ব্যক্তি।
এসআই/আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT