• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৪, ১২:৩৭ এএম
সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। তিনি এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন।

শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।

তিনি বলেন, মুন্নী সাহার নামে ডিএমপির মিরপুর ও যাত্রাবাড়ী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বর্তমানে তাকে মিরপুর মডেল থানার গত ৬ নভেম্বর হওয়া একটি মামলায় এবং যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জানা যায়, রাত ১০টার দিকে অফিস থেকে বেরিয়ে কারওয়ান বাজারে কেনাকাটা করতে গেলে স্থানীয় লোকজন তাকে ঘিরে ফেলে।

পরে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাতে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে আটক করা হয়েছে।

তার নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনও জানা যায়নি।

এমটিআই

Wordbridge School
Link copied!