Menu
চট্টগ্রাম : দ্য ডেইলি অবজারভার-এর বিজনেস এডিটর ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের ঢাকা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তাছাড়া তিনি সংবাদ সংস্থা বি এন এ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর গ্রামের সুফি মিয়াজি পাড়ার মাস্টার মরহুম জহির উদ্দিন আহমেদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু' সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বিশিষ্ট সাংবাদিক নিজাম উদ্দিন আহমদের ইন্তেকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘নিজাম উদ্দিন আহমদ ছিলেন একজন সৎ, নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। সত্যিকারের সাংবাদিকতার জন্য তিনি মানুষের মধ্যে বেঁচে থাকবেন।’
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT