• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০

খোয়া গেছে রেলমন্ত্রীর মোবাইল, থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২০, ০৩:২২ পিএম
খোয়া গেছে রেলমন্ত্রীর মোবাইল, থানায় জিডি

ঢাকা: মোবাইল খোয়া গেছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজ‌নের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি মনিরুল ইসলাম।

এ বিষয়ে তিনি বলেন, শুক্রবার রাজধানীর বেইলি রোডের ‘টিপ টপ’ মসজিদে নামাজ আদায়ের পর থেকে মন্ত্রী তার ব্যবহৃত মোবাইলটি খুঁজে পাচ্ছেন না।

ওসি মনিরুল বলেন, মোবাইলটি চুরি হয়েছে নাকি কোথাও পড়ে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শনিবার রাতে মন্ত্রীর পক্ষে একজন থানায় জিডি করে বলে জানান ওসি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!