• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

করোনায় হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতার মৃত্যু


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২০, ১০:৫১ এএম
করোনায় হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতার মৃত্যু

ঢাকা: বাংলাদেশের সবচেয়ে বড় সড়ক পরিবহন প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বুধবার (১১ নভেম্বর) রাতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান বলেন, জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর ভর্তি হয়েছিলেন। রাত সাড়ে নয়টার দিকে মারা গেছেন।

তিনি বলেন, জয়নাল আবেদিনের স্ত্রীকে একই হাসপাতালে গত মঙ্গলবার ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

জয়নাল আবেদিন তার বড় ছেলে হানিফের নামে হানিফ পরিবহনের নাম রাখেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!