• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০২০, ০৫:২২ পিএম
করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

ঢাকা: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের হার গত দিনের তুলনায় কিছুটা কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩১ জনের।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৩৮ জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৬৬ জন।মোট শনাক্ত হলো চার লাখ ৭৭ হাজার ৫৪৫ জন।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ৫৫২ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯৫ হাজার ৯৬০ জন।

এর আগে শনিবার (৫ ডিসেম্বর) দেশে ১ হাজার ৮৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৫ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী  বিশ্বে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ২৮ হাজার ৩১২ জনে। শনিবার সকাল পর্যন্ত এ সংখ্যা ছিল ১৫ লাখ ১৮ হাজার ৯৭৭ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী মারা গেছেন ৯ হাজার ৩৩৫ জন। এছাড়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৬৫১ জনে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!