• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

খালেদা-তারেক-ফখরুলের মামলা খারিজ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০২০, ০২:৩৪ পিএম
খালেদা-তারেক-ফখরুলের মামলা খারিজ

ঢাকা: ভাস্কর্য ইস্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মামলা চালানোর উপাদান না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত আবেদন খারিজ করে দেন।

মামলার বাকি আসামিরা হলেন- হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমার মুফতি ফয়জুল করিম। 

এরআগে, বুধবার (৯ ডিসেম্বর) জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। 

ভাস্কর্য নিয়ে হেফাজত নেতাদের বিভিন্ন বক্তব্যকে বক্তব্যকে মানহানিকর বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।  এতে আরও বলা হয়েছে, মৌলবাদী গোষ্ঠীকে বিভিন্নভাবে সহযোগিতা ও জোটগত রাজনীতির মাধ্যমে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!