• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০২০, ০৩:৪৩ পিএম
চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ নির্ধারণ

ফাইল ফটো

ঢাকা: বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে সরকার ২৫ শতাংশ নির্ধারণ করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

রোববার (২৭ ডিসেম্বর) অনলাইন জুম অ্যাপের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে সরকার। 

খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, অতিরিক্ত মহাপরিচালক আজিজ মোল্লাসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

খাদ্যমন্ত্রী বলেন, বৈধ আমদানিকারকরা বেসরকারিভাবে চাল আমদানির জন্য প্রয়োজনীয় সব কাগজসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবে। তারপর আবেদনপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে কাকে কতটুকু চাল আমদানির অনুমোদন দেয়া হবে।

তিনি বলেন, এরই মধ্যে সরকারিভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও জিটুজি পদ্ধতিতে চার লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!