• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম আর নেই


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২, ২০২১, ১০:৩৬ এএম
মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম আর নেই

ঢাকা : বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম মারা গেছেন।

শনিবার (২ জানুয়ারি) ভোরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, আয়েশা খানম অসুস্থ ছিলেন। গতকাল রাতে উনি অসুস্থ হয়ে পড়ে। তাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা মৃত্যুর খবর জানান।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় আরও জানানো হয়, মৃতের মরদেহ সকাল সাড়ে আটটায় সেগুন বাগিচাস্থ বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে আনা হবে। এরপর নেত্রকোনায় নিজ গ্রামে দাফন করা হবে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!