• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চশমা ব্যবহার করতেন ১৯৩৬ সাল থেকে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩, ২০২১, ১২:১৭ এএম
চশমা ব্যবহার করতেন ১৯৩৬ সাল থেকে

ঢাকা : হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়েরা খাতুন।

ছোটবেলায় তিনি ওই অঞ্চলের একমাত্র ইংরেজি স্কুল, এমই স্কুলে ক্লাস থি পর্যন্ত লেখাপড়া করেছেন। পরে বঙ্গবন্ধু শহরে বাবার কাছে চলে যান। সেখানে তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৩৪ সালে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করার সময় ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তিনি বেরিবেরি রোগে আক্রান্ত হলে বাবা শেখ লুৎফর রহমান তাকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে যান। কালকাতায় শিবসাদ উপাচার্য ও এ কে রায় চৌধুরীসহ অনেকেই তার চিকিৎসা করেন। প্রায় দুই বছর বঙ্গবন্ধু চিকিৎসা গ্রহণ করেন।

১৯৩৯ সালে শেখ লুৎফর রহমান মাদারীপুর মহকুমায় সেরেস্তাদার হয়ে বদলি হয়ে যান। বঙ্গবন্ধু অসুস্থ থাকায় গ্রাম থেকে চলে আসেন মা সায়েরা খাতুন। সে বছর বঙ্গবন্ধু চোখে গ্লুকোমা নামে চোখের রোগে আক্রান্ত হন। তাই আবারো তাকে কলকাতা যেতে হয় চিকিৎসা করাতে। কলকাতায় চিকিৎসকরা তার চোখ অপারেশনের পরামর্শ দেন।

এজন্য বঙ্গবন্ধুকে ভর্তি করানো হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। অপারেশনের পর থেকেই চশমা ব্যবহার শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!