• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ধারণ করতেন অসাম্প্রদায়িক চেতনা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০২১, ০৮:৩৭ এএম
ধারণ করতেন অসাম্প্রদায়িক চেতনা

ঢাকা  ১৯৩৮ সালের ঘটনা। শেরেবাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী আর সোহরাওয়ার্দী শ্রমমন্ত্রী। তাদের গোপালগঞ্জ সফর উপলক্ষে বিশাল সভার আয়োজন করা হয়। বাংলার এই দুই নেতার একসাথে সফরের খবরে মুসলমানদের মধ্যে বিরাট আলোড়ন তৈরি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন স্কুলছাত্র।

কিন্তু অসুস্থতার জন্য কিছুদিন পড়াশোনায় বিরতি পড়ায় সহপাঠীদের চেয়ে তার বয়স ছিল খানিকটা বেশি। তাই স্বেচ্ছাসেবক বাহিনী করার ভার পড়ে বঙ্গবন্ধুর ওপর। তিনি এই স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন জনমত নির্বিশেষে সবাইকে নিয়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে হিন্দু-মুসলমান বলে কোনো পার্থক্য ছিল না। বহু হিন্দু ছেলের সাথে তার বন্ধুত্ব ছিল। তাদের সাথে গান-বাজনা, খেলাধুলাও করতেন।

কিন্তু সে সময় স্থানীয় নেতারা বললেন, হক সাহেব মুসলিম লীগের সাথে মন্ত্রিসভায় গঠন করায় হিন্দুরা অসন্তুষ্ট হয়েছে। এ ঘটনা বঙ্গবন্ধুর মনে রেখাপাত করে।

তারপরও হক সাহেব ও শহীদ সাহেবকে সংবর্ধনা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন বঙ্গবন্ধু করেছেন।

তিনি মুসলমানদের নিয়েই স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। তবে সেখানেও কিছুসংখ্যক হিন্দু যোগদান করেছিল। কারণ মুকুন্দ বিহারী মল্ল্নিক তখন মন্ত্রী ছিলেন। তিনিও হক সাহেবের সাথে সভায় যোগ দেবেন।

এরপর একদিন হক সাহেব ও শহীদ সাহেব এলেন। সভা হলো, এগজিবিশনও উদ্বোধন করলেন তারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!