• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২১, ০৩:৫৪ পিএম
করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

ফাইল ফটো

ঢাকা: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৭ হাজার ৬১ জন।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার দেশে করোনা আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়। আর নতুন করে আক্রান্ত হন ৭৬২ জন।

স্বাস্থ্য অধিদফতরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৬৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।

বিশ্ব করোনা

বিশ্বব্যাপী করোনার নতুন রোগী শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা।

শনিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৩৮ লাখ ১৬ হাজার ৯৫৩ জনে।এছাড়া মৃতের সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ৮ হাজার ২৩৭ জনে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশে শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৮৬২ জন। এছাড়া দেশে মোট করোনা রোগী শনাক্ত ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৩৫ লাখ ২০ হাজার ৫৬১ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৯১ হাজার ৯২২ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৫ লাখ ২৭ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৯১৮ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৮৩ লাখ ৯৩ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৮ হাজার ২৪৬ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- রাশিয়া (৩৪ লাখ ৮৩ হাজারের বেশি), ফ্রান্স (২৯ লাখ ৩১ হাজারের বেশি), যুক্তরাজ্য (৩৩ লাখ ২৫ হাজারের বেশি) ও তুরস্ক (২৩ লাখ ৭৩ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ৩৯ হাজার ২২ জন), ইতালিতে ৮১ হাজার ৩২৫ জন, যুক্তরাজ্যে ৮৭ হাজার ৪৪৮ জন, ফ্রান্সে ৭০ হাজার ৯০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় চীনের উহানে। সদ্য সমাপ্ত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!