দিনাজপুর: তৃতীয় ধাপের পৌর নির্বাচন উপলক্ষে এক দিন সাধারণ ছুটির পর রোববার (৩১ জানুয়ারি) থেকে আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান, ভারতীয় পণ্যবোঝায় ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। আমদানি করা পণ্য আনলোড হয়ে,দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে।
সোনালীনিউজ/এমএইচ